সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৪, ২০২৫
০৪:০৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২৫
০৪:১৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে অবৈধ টিলা কাটায় ১.৫ লাখ টাকা জরিমানা
সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মর্তুজা হাসানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও মিলটন চন্দ্র পাল জানান, পরিবেশ রক্ষায় গোলাপগঞ্জ উপজেলায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
জিসি / ০৫