সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৯, ২০২৫
০২:০০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২৫
০২:০০ পূর্বাহ্ন
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অলিম্পিক সলিডারিটি কর্মসূচীর আওতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে চারদিনব্যাপী ‘অলিম্পিক সলিডারিটি স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটরস কোর্স-২০২৫’ এর উদ্বোধন হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় নগরের আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক খান মো. রেজা-উন-নবী।
পরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক খান মোঃ রেজা-উন-নবী। এসময় তিনি কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালকও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক ও সিনিয়র কোচ (অ্যাথলেটিকস্), বিকেএসপি ড. মোহাম্মদ মেহেদী হাসান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ্,, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাউন্সিলর ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবিবুল বারি আয়হান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাহজাহান আলী ও নাইম শেহজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সৌমিত্রি রায় তাপস, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মোস্তাক আহমদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অলিম্পিক সলিডারিটির ডেপুটি ম্যানেজার মো. রাশেদ আহমেদ শামস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
বাংলাদেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া প্রতিষ্ঠানসমূহকে আরও সুষ্ঠু ও কার্যকরীভাবে পরিচালনার উদ্দেশ্যে সম্পৃক্ত প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং অলিম্পিক আন্দোলনকে জোরদার করা ও অলিম্পিজমের মূল্যবোধ সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কোর্সটি আয়োজন করা হয়ে থাকে। উক্ত কোর্সে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ এবং সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাসমূহ হতে প্রশিক্ষক, সংগঠক এবং ক্রীড়া শিক্ষকসহ মোট ২৫জন অংশগ্রহণ করছেন।