সিলেটে গায়ে আগুন দিয়ে আত্মহনন রিকশাচালকের

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৩, ২০২৫
০৭:৩৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২৫
০৭:৩৮ অপরাহ্ন



সিলেটে গায়ে আগুন দিয়ে আত্মহনন রিকশাচালকের


সিলেট নগরের মিরাবাজার এলাকায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহনন করেছেন মনসুর (৩০) নামে এক রিকশাচালক। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে নগরের মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মনসুর জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামের জামেউল ইসলাম। 

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মিরাবাজার এলাকায় রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন মনসুর। কিছুদূর গিয়েএকই এলাকার হোটেল জাহানের সামনের গলির ভেতর গিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহনন করেন তিনি। স্থানীয়রা ঘটনা কিছু বুঝে ওঠার আগেই তিনি পুড়ে অঙ্গার হয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সিলেট মিররকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। 


এএফ/০১