সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৬
০৪:০৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২৬
০৪:০৪ অপরাহ্ন
সিলেটে বাড়ির পাশে বৃদ্ধার লা*শ
সিলেটের বিশ্বনাথে বাড়ির অদূরে একটি শিম ক্ষেত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নারী সিলেট জেলার, বিশ্বনাথ থানার, খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে লেচু বেগম (৬৫)।
পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেত থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রের তথ্য অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর থেকে লেচু বেগম বাবার বাড়িতেই বসবাস করতেন। সরল স্বভাবের এই নারী অন্যের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকাল ৮টার দিকে তিনি চা-নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে বেলা ১টার দিকে বাড়ির কাছেই হোসেনপুর গ্রামের একটি শিম ক্ষেতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিশ্বনাথ থানা পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) অনীক বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জিসি / ০৫