সুখবর পেলেন সিলেট বিএনপির দুই নেতা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৯, ২০২৬
১২:৫৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২৬
১২:৫৪ অপরাহ্ন



সুখবর পেলেন সিলেট বিএনপির দুই নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সিলেটের বহিষ্কৃত দুই নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। আবেদন ও দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ এবং গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তারা দলের কাছে আবেদন করলে বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

আরসি-০৪