জগন্নাথপুরে ১৫বছর ধরে এলজিইডির সড়কের বেহাল দশা ভুক্তভোগী জনসাধারনের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৭, ২০১৯
০১:৪২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ১৯৭০
০৬:০০ পূর্বাহ্ন



জগন্নাথপুরে ১৫বছর ধরে এলজিইডির সড়কের বেহাল দশা ভুক্তভোগী জনসাধারনের মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি:: স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির বাস্তবায়নাধীন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিম পাড়া-বটেরতল সংযোগ সড়কটি প্রায় ১৫ বছর ধরে সংস্কার বিহীন অবস্থায় রয়েছে। সড়কটির প্রায় পৌনে ১কিলোমিটার এলাকা জুড়ে পীচ উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় দীর্ঘ এক যুগ ধরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সড়কটির করুন দশার ফলে লোকজন এখন যানবাহনের পরিবর্তে পাঁেয় হেঁটে ঝুঁিকপূর্ন অবস্থায় যাতায়াত করছেন। সামান্য বৃষ্টিতে সড়কটি কাদাযুক্ত হওয়ার পাশাপাশি গর্তগুলোতে পানি জমে থাকার কারনে লোকজন পাঁেয় হেঁটে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে একটি বালিকা বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থীরা তাদের নির্ধারিত প্রতিষ্টানে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া সড়কটির পাশে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল এর কার্যালয় রয়েছে। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না থাকায় স্থানীয়রা ক্ষোভে ফুঁেস উঠেছেন। গতকাল রবিবার দুপুরে সড়কটির দ্রুত সংস্কারের দাবীতে পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক ভুক্তভোগী জনসাধারন মানববন্ধন শেষে রাস্তা সংস্কারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। মানববন্ধন শেষে ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হবিবপুর এলাকার বিশিষ্ট মুরব্বী আবুল মনসুর সাব মিয়া, শাসছুল ইসলাম। এসময় আব্দুস সালাম, বেলাল আহমদ, মাসুক মিয়া, শুকুর আলী, আতিকুর রহমান, জিয়াউল হক, আব্দুল হান্নান, ইসমাইল হোসেন, মুজিব মিয়া, আশরাফুল ইসলাম, ছালিক আহমদ, মিজানুর রহমান এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সড়কটি সংস্কারে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের চরম অবহেলার জন্য দায়ী করে জনভোগান্তি লাগবে অবিলম্বে সড়কটি সংস্কারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলী জানান, প্রায় দেড় যুগের কাছাকাছি পৌনে ১ কিলোমিটার এলজিইডির সংযোগ সড়কটি সংস্কারের উদ্যোগ না থাকায় দু:খ প্রকাশ করেন। তিনি আরো জানান, সড়ক যোগাযোগের করুন অবস্থার কারনে বিশেষ করে স্কুল গামী শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনিহা প্রকাশ করে। এছাড়া প্রবাসীরা যাতায়াত ব্যবস্থায় দূর্ভোগের কারনে নীজ এলাকায় এসে থাকতে চাননা। সড়কটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। এলজিইডি জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন জানান, সড়কটির সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।