করোনা সতর্কতা : জগন্নাথপুরে অভিযান অব্যাহত

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ২৮, ২০২০
০৮:৫৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৮:৫৭ পূর্বাহ্ন



করোনা সতর্কতা : জগন্নাথপুরে অভিযান অব্যাহত

করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

 

আজ শনিবার (২৮ মার্চ) জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে থানা পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অভিযানকালে জগন্নাথপুর আর্ট স্কুলের সহযোগিতায় জগন্নাথপুর বাজার ও কলকলিয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করতে সাদা চক পাউডার দিয়ে গোল চিহ্ন দেওয়া হয়েছে। ওই গোল চিহ্নের ভেতরে দাঁড়িয়ে কাজ করতে হবে প্রয়োজনে আসা লোকজনকে। এছাড়া মাস্কহীন অসহায় ও দরিদ্র যাদের পাওয়া গেছে, তাদেরকে মাস্ক দেওয়া হয়েছে।

 

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, সচেতনতাই পারে করোনা প্রতিরোধ করতে। সে লক্ষ্যে জসাধারণকে সচেতন করতে আমরা সর্বদা মাঠে কাজ করছি।