দিরাই প্রতিনিধি
মার্চ ২৮, ২০২০
১২:১৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২০
১২:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা সদরসহ গ্রামে-গঞ্জে জনসচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমেছে সেনাবাহিনী।
আজ শনিবার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ সেনাবাহিনী ও পুলিশ নিয়ে পৌর সদরসহ উপজেলার রজনীগঞ্জ বাজার, সাদিরপুর, কর্ণগাওয়ে প্রচারে নামেন। লে. মেহেদীর নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি ইউনিট ও থানার ওসি (তদন্ত) আকরাম হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল প্রচার অভিযানে অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ জানান, সবকিছু বন্ধ থাকার কারণে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গ্রামে এসেছেন। তাদেরকেও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এ জন্য প্রতিটি গ্রাম্য বাজারসহ সব জায়গায় পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় প্রচারাভিযান চালানো হবে। এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।