তাহিরপুরে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল বিতরণ

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ২৯, ২০২০
১১:১৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২০
১১:১৩ অপরাহ্ন



তাহিরপুরে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এ সংকটকালীন সময়ে সুনামগঞ্জের তাহিরপুরে অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মানবিক সহায়তায় বরাদ্দের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও ট্যাগ অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ৯টি ওয়ার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় চালের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলমের ব্যাক্তিগত তহবিল থেকে ১ কেজি করে মসুরের ডাল ও ১ কেজি করে আলু প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম, উপজেলা ট্যাগ অফিসার বিপ্লব সরকার, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, হাসান মিয়া, আবুল কালাম, নুরুল আমীন, জম্মত আলী, আলী হোসেন, সুধাংশু দাস, আব্দুল আলীম, সখিনা বেগম, মিনারা বেগম, ইউনিয়ন পরিষদের সচিব ভূপতি ভূষণ দাস, বদিউজ্জামান, সিরাজ মিয়া, উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ।