তাহিরপুর প্রতিনিধি
মার্চ ৩০, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল ও পেঁয়াজ বিতরণ করেছেন মৌলভীবাজারের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের বালি পাথর ব্যবসায়ী ও লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রহিছ উদ্দিন।
আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের পুরানলাউড়, লাউড়েরগড়, ডালারপাড়, ছড়ারপাড়, মনাইপাড়, সাহিদাবাদ ও লাউড়েরগড় হাইস্কুলহাটি এই ৭টি গ্রামের ১৩০টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম পেঁয়াজ দেওয়া হয়।
এ সময় রহিছ উদ্দিনের সঙ্গে ছিলেন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, আব্দুল জব্বার প্রমুখ।
বালি পাথর ব্যবসায়ী ও লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রহিছ উদ্দিন বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা করেছি। আগামী কয়েকদিনে সাধ্য অনুযায়ী আরও কয়েকটি গ্রামে এ ধরণের সহায়তা করব।