তাহিরপুরে তরুণদের অর্থায়নে মাস্ক, সাবান, লিফলেট বিতরণ

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ৩১, ২০২০
১০:০০ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
১০:০০ অপরাহ্ন



তাহিরপুরে তরুণদের অর্থায়নে মাস্ক, সাবান, লিফলেট বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটকালীন সময়ে সুনামগঞ্জের তাহিরপুরে অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনামূলক লিফলেট বিতরণ ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। 

আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের উদ্যোগে এলাকার তরুণদের নিজস্ব অর্থায়নে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজারে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান, শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য শফিকুল ইসলাম, নূরুল আমিন, মো. কাজল খান, মো. বাবর আলী, মো. জাহাঙ্গীর আলম, রাকিব মিয়া, মামুন খান, শাহিন মিয়া, মানিক মিয়া প্রমুখ।

তরুণদের মধ্যে মো. কাজল খান বলেন, এ দুর্যোগকালীন সময়ে যার যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা বালিয়াঘাট নতুন বাজারে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছি। পর্যায়ক্রমে বাজারে ও গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করব।