জগন্নাথপুরে দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন



জগন্নাথপুরে দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে এবং একদল সেনা সদস্যের উপস্থিত ভ্রাম্যমাণ আদালত ওই দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে পাঠান। এছাড়া জগন্নাথপুরের শিবগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন পৌরসভার ইকড়ছই এলাকার সিরাজুল ইসলাম ও একই এলাকার জাহির উদ্দিন। এ খবর পেয়ে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ও লেফটেন্যান্ট মেহেদীর নেতৃত্বে এক প্লাটুন সেনা সদস্য দুই প্রবাসীর বাড়িতে যান। এ সময় দুই প্রবাসিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন তারা।

পরে করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুরের রাণীগঞ্জ ও শিবগঞ্জ বাজারে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। প্রচারকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  লিফলেট ও মাস্ক বিতরণ করা হয় প্রয়োজনে বাইরে আসা লোকজনের মধ্যে। 

অভিযান পরিচালনার সময় শিবগঞ্জ বাজারে মূল্য তালিকা দোকানে না রাখার দায়ে এক চাল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় লেফটেন্যান্ট মেহেদীর নেতৃত্বে এক প্লাটুন সেনা সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত জানান, প্রাণঘাতী করোনাভাইরোস প্রতিরোধে দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া জনসচেতনতামলূক প্রচার কাজ আমরা অব্যাহত রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি চলছে।