সারাদিন বন্ধ থাকার পর ফের চালু জগন্নাথপুরের সবজি বাজার

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন



সারাদিন বন্ধ থাকার পর ফের চালু জগন্নাথপুরের সবজি বাজার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারের সবজি বাজার আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ থাকার পর অবশেষে খোলা হয়েছে সবজির দোকানগুলো। এর আগে সকাল থেকে দেকানপাট বন্ধ থাকায় বাজারে আসা জনসাধারণ ক্ষোভ আর হতাশা নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরেছেন।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় উপজেলা প্রশাসন জগন্নাথপুরের নলজুর নদীর তীরঘেঁষা শহরের প্রধান সবজি বাজার সরিইয়ে পৌর এলাকার ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়াম মাঠে নতুন স্থান নির্ধারণ করে। গতকাল সোমবার থেকে ওই নতুন স্থানে সবজি বাজার নেওয়ার জন্য সবজি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীরা পুরোনো বাজার থেকে সরে অন্য স্থানে সবজি বিক্রি করবেন না বলে জানান এবং তারা সবজি বাজার বন্ধ করে দেন।

মঙ্গলবার দুপুরে কথা হয় বাজারে আসা ক্রেতা ফজলুর রহমানের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে জানান, সবজি কিনতে বাজারে এসেছিলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সবজির দোকান বন্ধ পেয়ে শূন্য হাতেই বাড়ি ফিরে যাচ্ছি। 

সবজি বাজার সমিতির সভাপতি তাজুউল্লাহ বলেন, নতুন জায়গা শহরের অনেক দূরে এবং ব্যবসার অনুপযোগী। এ জন্য আমরা রাজি হইনি। যে কারণে সকাল থেকে সবজি বাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তবে বিকেলে অনুমতি পেয়ে আবার পুরোনো স্থানে ব্যবসা শুরু করেছি আমরা।

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে শর্ত সাপেক্ষে সবজি বাজার খোলা হয়েছে। আমরা এখানে শারীরিক দূরত্ব নির্ধারণ করে দেব।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে ব্যবসায়ীরা রাজি হওয়ায় তারা সবজি বাজারে বেচাবিক্রি শুরু করেছেন।