খাদ্য সহায়তা দিলো সুনামগঞ্জ সরকারি কলেজ

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২০
১০:৪০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১০:৪০ অপরাহ্ন



খাদ্য সহায়তা দিলো সুনামগঞ্জ সরকারি কলেজ

‘কাজ নাই, মজুরি নাই’ এমন ৪০ জন শ্রমিককে একমাসের খাদ্য সহায়তা দিয়েছেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষকরা। তারা বেতনের টাকায় কলেজের হতদরিদ্র কর্মচারীদের ১ মাসের উপযোগী চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবন ও সাবানসহ নিত্যপণ্য প্রদান করেছেন। এছাড়া কলেজের পক্ষ থেকে কলেজ এলাকার আরও ১৬০টি অসহায় পরিবারকেও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের নেতৃত্বে এই খাদ্য সহায়তা বিতরণ করেন কলেজের শিক্ষকরা।

কর্মচারীদের পাশাপাশি এলাকার হতদরিদ্র ১৬০টি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট লবন ও ১টি করে নিম সাবান প্রদান করা হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ, সহকারী অধ্যাপক ইভা রায়, সহকারী অধ্যাপক মো. আব্দুর রকিব, সহকারী অধ্যাপক মোহাম্মদ জমসিদ আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তানসার বিল্লাহ, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. জালাল উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক প্রভাষক নূর মুহাম্মদ প্রমুখ।

অধ্যক্ষ নীলিমা চন্দ বলেন, আমরা সাধ্যমতো আমাদের ৪০ জন অসহায় কর্মচারীসহ কলেজ এলাকার ১৬০টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। করোনাভাইরাসের এই অবরুদ্ধ সময়ে সাধ্যমতো আশপাশের মানুষকে সহযোগিতা করা জরুরি।