তাহিরপুরে মাস্ক দিলেন সাংসদ শামীমা শাহরিয়ার

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২০
১১:৩৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১১:৩৪ অপরাহ্ন



তাহিরপুরে মাস্ক দিলেন সাংসদ শামীমা শাহরিয়ার

করোনাভাইরাসের বিস্তার রোধে ও জনসচেতনতার লক্ষ্যে অতিদরিদ্র, দিনমজুর নিম্ন আয়ের মানুষের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ৫ সহস্রাধিক মাস্ক বিতরণ করেছেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি। 

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে তাহিরপুর উপজেলা সদর ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র বাদাঘাট বাজারে এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, বাংলাদেশ সেনাবাহিনী সিলেট সেনানিবাস ৪০ বীরের সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ ও ধরমপাশা উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক বাবলু তালুকদার, রাসেল আহমেদ, হুমায়ুন কবির, জুলহাস মল্লিক, উত্তর বড়দল ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক দিলোয়ার হোসেন দুলাল, বাদাঘাট ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক শামসুদ্দিন, যুগ্ম-আহ্বায়ক ডা. শেখ হাফিজুর রহমান, নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল কাসেম, ইয়াসির আরাফাত অপু প্রমুখ।

এ সময় সাংসদ শামীমা শাহরিয়ার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকাসহ বিভিন্ন গণসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।