দোয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ০২, ২০২০
০১:৫১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০১:৫১ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুবুল হক মাছুম আর নেই। আজ বুধবার (১ এপ্রিল) বেলা ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, মাহবুবুল হক মাছুম ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
মাছুমের পিতা মো. শহীদুল্লাহ অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মাতা আফিয়া আক্তার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা। তার বড় ভাই মমিনুল হক মুন্না চিকিৎসক। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদরের শাখাইতি গ্রামে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টায় দোয়ারাবাজার উপজেলার আজমপুর জামে মসজিদে মাছুমের প্রথম জানাজা এবং সকাল ১১টায় তার পৈতৃক বাড়ি সুনামগঞ্জের শাখাইতির মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মাছুম ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২০১১-১২ সেশনের এবং এমবিএ ২০১৬-১৭ সেশনের ছাত্র। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার অকাল মৃত্যুর খবরে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।