নবীগঞ্জে দুই ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন



নবীগঞ্জে দুই ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে দু'টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও গ্রামে ফয়জুল মিয়ার স্ত্রী ভিক্ষুক সুরজান বেগম ও মৃত লেকাছ মিয়ার স্ত্রী ভিক্ষুক মিনারা বেগমের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুরজান বেগম জানান, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে মেয়ের বিয়ের জন্য জমানো নগদ ১০ হাজার টাকা, ছাগল, মোরগ, ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? মেয়ের বিয়ের জমানো টাকা সব পুড়ে ছাই। পরনের কাপড় ছাড়া আমাদের কাছে কিছু নেই। সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে সাহায্য করতেন তাহলে আমরা মাথা গোঁজার ঠাই পেতাম।

আর মিনারা বেগম জানান, তার ঘরে থাকা নগদ ৩ হাজার টাকা, ১৫টি মোরগ ও ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পরই আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে ফায়ার সার্ভিসকে ফোনে বিষয়টি জানাই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, তাদেরকে (ক্ষতিগ্রস্তদের) আমি আমার ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে সাহায্য করব।