নবীগঞ্জে বহিরাগতদের ঠেকাতে পুলিশের চেকপোস্ট

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২১, ২০২০
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
০১:০২ পূর্বাহ্ন



নবীগঞ্জে বহিরাগতদের ঠেকাতে পুলিশের চেকপোস্ট

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বহিরাগত কেউ যাতে নবীগঞ্জে না ঢুকতে পারে, সেজন্য বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে এই চেকপোস্ট বসানো হয়। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানের নির্দেশে তল্লাশির জন্য এই চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত একজন এসআই। তিনি জানান, নবীগঞ্জের নতুন বাজার, সালামতপুর রোড, হাসপাতাল রোড, নবীগঞ্জ কলেজ রোড, আউশকান্দি বাজার ও সৈয়দপুর বাজারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে নবীগঞ্জ উপজেলায় অনেক অচেনা মানুষ দল বেঁধে ঢোকার খবর পাওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবীগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, তারপরও যদি কেউ পুলিশের চোখ ফাঁকি দিয় নবীগঞ্জ শহরে ঢোকার চেষ্টা করে, তাহলে তাকে খুঁজে বের করে কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

 

এএম/আরআর