ছাতকে পুলিশকে পিপিই প্রদান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২০
১০:২৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
১০:২৪ অপরাহ্ন



ছাতকে পুলিশকে পিপিই প্রদান

করোনা সংক্রমনের মধ্যে সরকারের নির্দেশ অনুযায়ী ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের লোকজন। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুলিশের জন্য পিপিই প্রদান করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেনের কাছে এসব পিপিউ তোলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন জানান, আমরা সরকারের নির্দেশে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছি। এই অবস্থায় আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের পিপিই সহযোগিতা দেয়ায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

তিনি আরও বলেন আমাদের এই প্রচেষ্টা তখনই স্বার্থক হবে যখন সাধারণ মানুষ করোনাভাইরাস সংক্রান্ত সরকার ঘোষিত সকল বিধি নিষেধ মেনে নিজ দায়িত্বে সচেতনতা অবলম্বন করবেন।

বিএ-০২