দক্ষিণ সুনামগঞ্জে অসহায় কৃষকদের পাশে ছাত্রলীগ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২২, ২০২০
১০:২৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
১০:২৩ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে অসহায় কৃষকদের পাশে ছাত্রলীগ

করোনাভাইরাসের কারণে শ্রমিকের অভাবে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিপাকে পড়া অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশনায় পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের নেতৃত্বে একঝাঁক ছাত্রলীগ নেতাকর্মী জেলার বৃহৎ হাওর খ্যাত দেখার হাওরে ধান কেটে তা কৃষকদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের পাশে দেখার হাওরে বিভিন্ন অসহায় কৃষকদের জমিতে ধান কাটেন তারা।

ধান কাটার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আপ্তাব মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠলিক সম্পাদক কামরুল ইসলাম সিপন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা পাভেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সহ-সভাপতি আল-মাহমুদ সুহেল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা সুবির দাশ, সমিরণ দাশ, জুয়েল রানা, আবাব, মিজান, সোহান, শামছু, সাদিকুল, রেজা, আদনান, নোমান ও আল আমিনসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী। 

ধান কাটার পাশাপাশি কৃষকদের সব ধরনের প্রয়োজনে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তারা।  

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার বলেন, করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় গ্রামে অসহায় কৃষকরা লোকবলের অভাবে বিপাকে পড়েছেন। মাঠের ধান কীভাবে কাটবেন, বাড়িতে নেবেন, মাড়াই করবেন- এসব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গ্রামের এসব অসহায় কৃষকদের আশার আলো দেখাতে উপজেলা ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। কৃষকদের সহায়তা করার কাজ আমরা পর্যায়ক্রমে অব্যাহত রাখব।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানেরর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসলান হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগকে নিয়ে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি আমরা। এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং ছাত্রলীগের প্রতিটি কর্মী এলাকার অসহায় কৃষকদের খুঁজে বের করে তাদের ফসল ঘরে তোলে দেবেন।

সবাই যদি এভাবে কৃষকদের পাশে দাঁড়ান তবে বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে ধন্যবাদ জানিয়ে অসময়ে কৃষকদের সহায়তায় এগিয়ে এসে পাশে দাঁড়ানোর জন্য উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

 

এসটি/আরআর