জগন্নাথপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ২২, ২০২০
০৪:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৪:০২ অপরাহ্ন



জগন্নাথপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবক মারা গেছেন। তিনি গ্রাম পুলিশের সদস্য ছিলেন বলে জানা গেছে।

আজ বুধবার (২২ এপ্রিল) জগন্নাথপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার দুপুরের দিকে শ্বাসকষ্ট নিয়ে আসা ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করি। পরে খবর পাই সিলেতে নেওয়ার পথে ওই যুবক মারা গেছেন। যুবকের নমুনা পরীক্ষা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করা হয়েছে। প্রতিবেদন পেলে পুরোপুরি  নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।

তিনি বলেন, আমরা যথাযথ নিয়ম অনুসরণ করে তার শেষকৃত্যানুষ্ঠান করব।

 

এএ/আরআর