তাহিরপুরে ধান কাটায় যোগ দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন



তাহিরপুরে ধান কাটায় যোগ দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে হাওরে ধান কাটার শ্রমিক সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক সুনামগঞ্জের তাহিরপুরের শনি ও মাটিয়ান হাওরসহ ছোট-বড় মোট ২৩টি হাওরের কৃষকদের ধান কেটে দিলেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে একসঙ্গে তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়, জনতা উচ্চবিদ্যালয়, বাগলী উচ্চবিদ্যালয়, এম এ জাহের আলী উচ্চবিদ্যালয়, টেকেরঘাট স্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা শনি, মাটিয়ানসহ উপজেলার ছোট-বড় সবগুলো হাওরের কৃষকদের পাকা বোরো ধান কাটার কাজে যুক্ত হন।

বোরো ধান কাটার কাজে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করেন, তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানু, জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, জনতা উচ্চবিদ্যালয়ের সভাপতি বদিউজ্জামান, টেকেরঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খাইরুল আলম, বাগলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল, তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের লাইব্রেরিয়ান সোহেল আহমদ সাজু প্রমুখ।

 

এএইচ/আরআর