সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার দিরাই, জগন্নাথপুর, ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জে আরও ৪ জন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) করোনা পরীক্ষায় তাদের ফলাফল পজেটিভ আসে। আক্রান্ত ৪ জনের সবাই বয়সে তরুণ বলে জানা গেছে। তাদের বয়স ১৮ থেকে ৩৮ এর মধ্যে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি ও ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মঈনুল হক স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২০ এপ্রিল স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর গতকাল তাদের পরীক্ষা সম্পন্ন হয়। ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে।
চার আক্রান্তের মধ্যে দুইজনের নমুনা সংগ্রহ করা হয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরমধ্যে একজনের বাড়ি দিরাই (২৬), অন্যজন তরুণী (২০) এর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়। এছাড়া বাকি আক্রান্তদের একজন জগন্নাথপুরের (১৮) এবং অন্য জনের বাড়ি (৩৮) ছাতক উপজেলায়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জে গত ২০ এপ্রিল সংগ্রহিত নমুনা থেকে চারজনের করোনা শণাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই তরুণ।’
এসএস-০১/এএফ-০৩