জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২০
১১:১৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
১১:৩১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক যুবক। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর।
তিনি বলেন, ‘করোনা পজেটিভ ১৮ বছর বয়সী ওই তরুণ গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পরিবারের ১৩ সদস্য নিয়ে জগন্নাথপুর উপজেলায় নিজ গ্রামে আসেন। খবর পেয়ে ১৯ এপ্রিল বাড়ি থেকে আমরা তাদের নমুনা সংগ্রহ করি। আজ প্রতিবেদন পেলে ওই তরুণ করোনা পজিটিভ বলে নিশ্চিত হই।’ তিনি আরও বলেন, ‘আমরা ওই বাড়িসহ আশপাশ ১৫০ বাড়ি লকডাউন করেছি এবং তাকে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠিয়েছি।’
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, ‘করোনা শনাক্ত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ওই তরুণ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আমরা মাইকিং করে এলাকার লোকজনকে বুঝিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসি।’ দুই গ্রামের ১৫০ বাড়ি লকডাউন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ওই এলাকার প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করব।’
এএ-০১/এনপি-০৪/এএফ-০৭