দিরাইয়ে জয়া সেনগুপ্তার ত্রাণ বিতরণ

দিরাই প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন



দিরাইয়ে জয়া সেনগুপ্তার ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী গ্রো-ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর ও তাড়ল ইউনিয়নের ধল গ্রামে সহস্রাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন, ১ কেজি ডাল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যডভোকেট সোহেল আহমদ, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, গ্রো ফাউন্ডেশনের সুজিত চক্রবর্তী, আনাস প্রমুখ।

এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সরকারের ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টর (ধান কাটা ও মাড়াই করার আধুনিক যন্ত্র) হস্তান্তর করেন তিনি। উপজেলার হারানপুর গ্রামের কৃষক রাজীব রায় ও লৌলারচর গ্রামের কৃষক সুজন হাজরা ভুট্টোর হাতে কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের চাবি তুলে দেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই যন্ত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।

 

এএইচ/আরআর