সুনামগঞ্জে সোয়া ২ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০৬:২৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৬:৩০ অপরাহ্ন



সুনামগঞ্জে সোয়া ২ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

সুনামগঞ্জে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সকলের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনকে দিয়ে জেলার প্রতিটি ওয়ার্ডে মধ্যবিত্ত ও কর্মহীন দরিদ্র, শ্রমহীন অসহায় মানুষের তালিকা প্রস্তুতির কাজ করছে। তাছাড়া যারা ত্রাণ নিতে এসে সংকোচ করছেন তাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলায় ২ লাখ ১৯ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী লকডাউন পরিস্থিতির কারণে সারাদেশের মতো সুনামগঞ্জেও অস্বচ্ছল জনগণ দীর্ঘসময় কর্মহীন আছে। এ অবস্থায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতাধীনদের বাদ দিয়ে দৈনিক রোজগারের উপর নির্ভরশীল দিন-মজুর, পরিবহন শ্রমিক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, ইটভাটা-বারকি-বালু ও পাথর মহাল শ্রমিক, নিম্ন আয়ের মানুষদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসন খাদ্য সহায়তা বিতরণের চেষ্টা করছে এখন।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত জেলায় অগ্রাধিকার তালিকা করে ১ লাখ ৪৩ হাজার ৭৭টি পরিবারের মধ্যে ১ হাজার ১১.৪৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। ৯৭ হাজার ৫৫২টি পরিবারের মধ্যে ৩৯ লাখ ১১ হাজার ১১৫ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারের নিয়মিত জনবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির ৯১ হাজার ৫৯০ জন হতদরিদ্রের কাছে চাল বিতরণ করা হয়েছে। 

এদিকে, করোনার দুঃসময়ে সাধারণ মানুষের মধ্যে জেলার ১৪ জন সক্রিয় ডিলারকে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া স্থানীয় উৎপাদিত সবজিও ত্রাণ তালিকায় রেখে কৃষকদের সহায়তার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসন জানিয়েছে, যারা ত্রাণ নিতে সংকোচ প্রকাশ করছেন তাদেরকে ‘বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ, পৌঁছে দেবে প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা নিরপেক্ষভাবে ত্রাণ বিতরণে সর্বোচ্চ চেষ্টা করছি। কেউ ত্রাণ বিতরণে অনিয়ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনায় কর্মহীন মানুষের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’

 

এসএস-০১/এনপি-০১/এএফ-০৪