দিরাই প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২০
০২:২৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:২৫ অপরাহ্ন
চলমান করোনা সংকটের কারণে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। লোকজন নেই হাট-বাজারগুলোতে। বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন বাজারের ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ।
তীব্র খাদ্য সংকটে থাকা এসব ভিক্ষুক ও ছিন্নমূলদের খাদ্য সহায়তা দিয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে থানা প্রাঙ্গণে ওসি'র ব্যক্তিগত তহবিল থেকে বাজারের ২৫টি ভিক্ষুক পরিবারসহ অর্ধশতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও একটি করে সাবান প্রদান করা হয়।
চলমান করোনা পরিস্থিতিতে এর আগেও ১৮০টি কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন তিনি।
এএইচ/আরআর