জগন্নাথপুরে চেয়ারম্যানের নেতৃত্বে কাটা হচ্ছে ধান

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
১০:৩০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
১০:৩০ অপরাহ্ন



জগন্নাথপুরে চেয়ারম্যানের নেতৃত্বে কাটা হচ্ছে ধান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন ৪শ স্বেচ্ছাসেবী নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন হাওরে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে ইউনিয়নের জামাইকাটা হাওর ও হাপাতির হাওরসহ বিভিন্ন হাওরে ৯টি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে স্বেচ্ছাশ্রমে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়া অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন তারা। আর এসব কাজ তদারকি করে স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিয়ে যাচ্ছেন মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন। কিছু কিছু হাওরে তিনি নিজেও ধান কাটতে দেখা গেছে।

মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন বলেন, করোনাভাইরাস সংক্রমণে মীরপুর ইউনিয়নের বিভিন্ন হাওরে ধান কাটার শ্রমিক সংকট রয়েছে। অকাল বন্যাসহ রয়েছে নানা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। তাই আমি ইউনিয়নের তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে ৯টি ওয়ার্ডে টিমের মাধ্যমে ধান কাটার কাজ শুরু করি। হাওরের ধান উত্তোলনের আগ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের ধান কাটার কাজ চলবে। 

জগন্নাথপুর উপজেলার কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জনপ্রতিনিধি হিসেবে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছাসেবকদের নিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করছেন। সকলের প্রচেষ্টায় আমরা হাওরের পাকা ধান ঘরে তুলতে চাই।

 

এএ/আরআর