দিরাই প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২০
০২:৩৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জে-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার নিজস্ব অর্থায়নে দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দেড় হাজার পরিবারে খাদ্য সহায়তা ও দিরাই থানা পুলিশকে পিপিই প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দিরাই পৌর সদরের নিজ বাসভবনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলামের হাতে ৩৫টি পিপিই প্রদান ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, দপ্তর সম্পাদক বিকাশ রায় প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় জানান, সাংসদ মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মাধ্যমে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।
এএইচ/আরআর