দিরাই প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২০
০১:২৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০১:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও উপজেলা পরিষদের পক্ষ থেকে এক হাজার পরিবারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় দিরাই বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাল এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আলু, পেঁয়াজ ও তেল দেওয়া হয়েছে। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার পরিবারে তা পৌঁছে দেওয়া হবে।
এএইচ/আরআর