দোয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২০
০২:৫২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০২:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানঘরসহ ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত এক কোটি টাকা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারের নিজাম উদ্দিনের ফার্নিচারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর প্রচেষ্টায় ঘন্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে শামীম মিয়া ও মঈন উদ্দিনের কাপড়ের দোকান, নিজাম উদ্দিনের কসমেটিকসের দোকান, হেলাল মিয়ার দর্জি দোকান, শাহিদ মিয়ার ব্যক্তিগত অফিস এবং বাতেন মিয়ার ফার্মেসিসহ ১০টি দোকানের ক্ষতি সাধিত হয়েছে। আগুনের ভয়ে বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী তাদের দোকানের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরকালে লুটপাটের ঘটনাও ঘটেছে। এ কারণে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন।
তাৎক্ষণিক দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মামনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, খবর পেয়ে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোয় স্থানীয়দের সহযোগিতা করেছে।
এইচএইচ/আরআর