জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নির্যাতিত গৃহবধূর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় ভগ্নিপতিসহ তিনজনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা সদরের কেশবপুর গ্রামের শিমুল মালাকার এর সঙ্গে জকিগঞ্জ উপজেলার নীলাম্বর পুর গ্রামের জলি মালাকার এর বিয়ে হয় কয়েক বছর আগে । বিয়ের পর থেকে শিমুল মালাকার যৌতুকের জন্য জলি মালাকারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত ২২ ও ২৩ এপ্রিল জলি মালাকারকে স্বামী শিমুল মালাকার শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে গাড়ি কিনতে ৫ লাখ টাকার জন্য ফোন করতে চাপ দেয়।
জলি মালাকারের ভাই মতন মালকার জানান, আমার বোনকে যৌতুকের জন্য মারপিট করলে খবর পেয়ে আমি জগন্নাথপুর এসে থানা পুলিশের সহায়তায় বোনকে উদ্ধার করে শুক্রবার থানায় লিখিত অভিযোগ দাখিল করি।
আজ রবিবার জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাখায়াত হোসেন জানান, বিষয়টি পারিবারিক বিরোধ। আমরা নিষ্পত্তির জন্য উভয়পক্ষের সন্মতিতে মেয়েকে ভাইয়ের সঙ্গে বাবার বাড়ি কিছু দিনের জন্য বেড়াতে দেওয়ার ব্যবস্হা করি।
এএ/বিএ-২৩