শাল্লায় কৃষকের ধান কেটে দিলেন সাউধেরশ্রী স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৭, ২০২০
০৫:৩৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৫:৩৮ পূর্বাহ্ন



শাল্লায় কৃষকের ধান কেটে দিলেন সাউধেরশ্রী স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় কৃষকের ধান কেটে দিয়েছেন স্থানীয় সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হাওরের নেমে গ্রামের কৃষক কৃষ্ণ দাসের ২৮ শতক জমির বোরো ধান কেটে দিয়েছেন।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে তারা ধান টাকা শুরু করেন। কৃষক কৃষ্ণ দাসের পুরো ২৮ শতক জমির বোরো ধান কেনে দিয়ে হাওর ছাড়েন সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।  তারা এ সময় অন্যান্য এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদেরও কৃষকের ধান কাটায় শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ধান কাটায় অংশ নেন।

ধান কাটায় স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক নীলেশ চন্দ্র দাস, মো. শরীফ উদ্দিন (সহকারী শিক্ষক), গোপীকেশ বিশ্বাস (সহকারী শিক্ষক), বরুন চন্দ্র দাস (সহকারী শিক্ষক), নিরেন্দ্র চন্দ্র সরকার (সহকারী শিক্ষক), রঞ্জন চন্দ্র দাস (সহকারী শিক্ষক), মো. মশিউর রহমান (সহকারী শিক্ষক), লিটন চন্দ্র দাস (সহকারী শিক্ষক), অনিল চন্দ্র দাস (কর্মচারী), শংকর চন্দ্র দাস (কর্মচারী)। শিক্ষার্থীদের মধ্যে ধান কাটায় যোগ দেন টুটুল দাস, প্রনব দাস,তুষার দাস, সাজু দাস, সূর্য্য দাস, অমিত দাস, উৎফল দাস, অপি দাস, উজ্জ্বল দাস, পলাশ দাস প্রমুখ।

এএফ/১৩