নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২০
০২:২৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০২:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত দুই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আজ সোমবার (২৭ এপ্রিল) তাদের সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সুস্থ হওয়া একজনের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এবং অন্যজনের দোয়ারাবাজার উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
তিনি জানান, সুনামগঞ্জের করোনা আক্রান্ত ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা তাদের পর্যবেক্ষণ করবো। আশা করছি বাকিরাও সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন।
এদিকে সুনামগঞ্জে বর্তমানে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে যার সুনামগঞ্জ সদর উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, শাল্লা উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ২ জন, ছাতক উপজেলায় ২ জন এবং দিরাই উপজেলায় ১ জন।
এনএইচ-০১/এএফ-০৮