আইন অমান্য করায় জগন্নাথপুরে অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
১১:০০ অপরাহ্ন



আইন অমান্য করায় জগন্নাথপুরে অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার তদারকিকালে সামাজিক দূরত্ব না মানায় আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কলকলিয়া বাজার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার ও পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কলকলিয়া বাজারের শুভেচ্ছা কনফেকশনারীকে আইন না মেনে দোকান খোলা রাখায় ৩ হাজার টাকা, চিলাউড়া বাজারের চার সবজি ব্যবসায়ীকে সামাজিক দূরত্ব না মেনে দোকান পরিচালনা করায় ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং সড়কে বিভিন্ন ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করায় এগুলোর চালকসহ মোটরসাইকেল চালকদের ৪ হাজার ৪শ টাকাসহ মোট ১১ হাজার ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় সড়কে অযথা ঘোরাঘুরি করা কয়েকজন ব্যক্তিকে কৃষকদের সঙ্গে ধান কাটার কাজে সাহায্য করতে হাওরে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এএ/আরআর