দ. সুনামগঞ্জে কিশোরীর পর করোনায় আক্রান্ত বাবা ও ভাই

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৮, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন



দ. সুনামগঞ্জে কিশোরীর পর করোনায় আক্রান্ত বাবা ও ভাই

এবার করোনায় আক্রান্ত হলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত সেই কিশোরীর বাবা (৫৫) ও চাচাতো ভাই (১৬)। আক্রান্ত দুইজনের বাড়ি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে।

এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন ।

জানা যায়, করোনা আক্রান্ত সেই কিশোরীকে আইসোলেশনে নেওয়ার পর তার পরিবারের ১০ জন সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট এ এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ল্যাবে পাঠানো হলে গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে ওই দু'জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত সেই কিশোরীর বাবা ও চাচাতো ভাইয়ের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আমরা নতুন আক্রান্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে পাঠিয়েছি। আক্রান্ত কিশোরীও আইসোলেশনে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার উপজেলার পশ্চিম বীরগাঁওয়ের টাইলা গ্রামের ওই কিশোরী প্রথম করোনায় আক্রান্ত হন এবং পরদিন শুক্রবার পূর্ব পাগলার চিকারকান্দি গ্রামের ২৩ বছরের আরও এক যুবক করোনায় আক্রান্ত হন। এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪ জন।

 

আরআর