সাংবাদিক খোকনের মৃত্যু করোনা আক্রান্ত হয়ে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২০
০৭:০৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৭:০৪ অপরাহ্ন



সাংবাদিক খোকনের মৃত্যু করোনা আক্রান্ত হয়ে

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েই মারা যান সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষের জানিয়েছে, সিনিয়র সাংবাদিক খোকনের করোনা আক্রান্ত ছিলেন। দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ূন কবীর খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন। 

এনপি-০৭