শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
মে ৩০, ২০২০
০৯:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মে ৩০, ২০২০
০৯:৪৯ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলার প্রাণ কোম্পানির এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে মৌলভীবাজার জেলার কুলাউরার শেখ সোহেল মিয়া (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে শেখ সোহেল মিয়া সুরাবই গ্রামের ফারুক মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নিহতের পরিবারকে জানিয়েছি। তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।’
এসএইচ/এনপি-০৪