শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
মে ৩১, ২০২০
০২:০২ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০২:০২ অপরাহ্ন
প্রায় দুই মাস আট দিন পর শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল কালনী ট্রেন। ৩০ জন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে আজ রবিবার (৩১ মে) সকাল পৌনে ১০ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আন্তঃনগর কালনী এক্সপ্রেস।
জানা যায়, যথেষ্ট পরিমাণ সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রীদেরকে উঠানামা করতে তৎপর ছিল রেলওয়ে নিরাপত্তা বাহীনীসহ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
খোজ নিয়ে জানা যায়, টিকিট ছাড়া কোন যাত্রীকে উঠানামা করতে দেওয়া হয়নি, এবং সবগুলো টিকিটই অনলাইনে কাটা হয়েছিল।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে সুত্র জানায়, আজ আর কোন ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাবে না, তবে সন্ধ্যা ৬ টায় ঢাকা থেকে ৬.১৫ মিনিটে কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ আসবে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, ৬৮ দিন পর আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলো। সরকারি নিয়ম মেনে যাত্রীদের অনলাইন টিকেট যাচাই করে সামাজিক দুরত্ব বজায় রেখে বসতে দেওয়া হয়েছে। প্রতি বগিতে ৬০টি সিটের বিপরীতে ৩০টি সিটে যাত্রী বসানো হয়েছে।
এর আগে শুধু মালবাহী ট্রেন চলাচল করেছে।
এসডি/বিএ-২০