হবিগঞ্জে এসএসসিতে অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি


মে ৩১, ২০২০
০৭:২৪ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
০৭:২৪ অপরাহ্ন



হবিগঞ্জে এসএসসিতে অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জের লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মনি আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা  করেছে। সে লাখাই উপজেলার বেগুনাই-মাদনা এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।

আজ রবিবার (৩১ মে) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় রাগে ও অপমানে সবার অগোচরে মনি বিষপান করেছে বলে জানান স্থানীয়রা। বেলা দেড়টার দিকে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।      

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরআর-০৮