চুনারুঘাট সংবাদদাতা
জুন ০১, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আলীম ইন্ডাস্ট্রিজ এর লাকিষ্টার মডেলের একটি হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কম্বাইন হারভেস্টার যন্ত্রটির চাবি উবহাটা ইউনিয়নের কৃষক নুরুল ইসলামসহ ৪ জনের মধ্যে তুলে দেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম খান, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মুজিবুর রহমান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কম্বাইন হারভেস্টার যন্ত্রটির বাজার মূল্য ২২ লক্ষ ২৫ হাজার টাকা। সরকারের ৫০% ভর্তুকি মূল্যে ১২ লক্ষ ২৫ হাজর টাকা দিয়ে কৃষক সহজে পাচ্ছেন এ কম্বাইন হারভেস্টার নামক মেশিনটি।
জেএ/বিএ-০৪