শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুন ০১, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল  ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুউদ্দিন স্বাক্ষরিত সাংবাদিক ফোরামের  একটি প্যাডে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদকে সভাপতি ও দৈনিক দেশজমিন পত্রিকার প্রতিনিধি  আব্দুস সালাম মজনুকে সাধারণ সম্পাদক করে আগামী একবছরের জন্য একটি কমিটি ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জেলা কমিটি থেকে অনুমোদন নিতে বলা হয়েছে।

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

এসডি/আরআর-০৯