নবীগঞ্জে মাদক ব্যবসায়ীর জেল, জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি


জুন ০২, ২০২০
০৭:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৭:০৪ অপরাহ্ন



নবীগঞ্জে মাদক ব্যবসায়ীর জেল, জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের জেল ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২ জুন) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, নবীগঞ্জ থানার পুলিশ উপজেলার আউশকান্দি বাজার থেকে সোমবার (১ জুন) রাতে ইয়াবা ও গাঁজাসহ সিনবাদ মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ কুমার পালের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সিনবাদ মিয়াকে ৩ মাসের জেল ও ৫শ টাকা জরিমানার আদেশ দেন।

পুলিশ জানায়, আটককৃত সিনবাদ আউশকান্দি বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ও চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সিন্ডিকেট গড়ে তুলেছেন। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই মো. ফকরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি বাজার এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে সিনবাদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে ওই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এএম/আরআর-০৮