সরকারি অনুদান পেল শায়েস্তাগঞ্জের ১০৮টি মসজিদ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুন ০৪, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন



সরকারি অনুদান পেল শায়েস্তাগঞ্জের ১০৮টি মসজিদ

বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। 

তাই সরকার ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদগুলোকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তার প্রকল্প গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতাধীন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার (৪ জুন) ১০৮টি মসজিদে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার অনুদানপ্রাপ্ত মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে চেকগুলো তুলে দেন।

 

এসডি/আরআর-১৩