মাধবপুর প্রতিনিধি
জুন ০৪, ২০২০
০৯:২৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৯:২৫ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সের অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী (৯) বাড়ির পাশে রাস্তায় জাম গাছের নিচে জাম কুড়াতে যায়। এসময় পাশের বাড়ির তাকে ঘুড়ি ওড়ানোর লোভ দেখিয়ে, ঘুড়ির সুতা ঠিক করে দেওয়ার কথা বলে ফুসলিয়ে ঘরে নিয়ে জোর করে শ্লীলতাহানি করে ওই কিশোর। আটককৃত ওই কিশোর জগদীশপুর জে সি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। এব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএমআর/বিএ-২৭