হবিগঞ্জে চাল আত্মসাৎ, ইউপি সদস্য বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি


জুন ০৬, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন



হবিগঞ্জে চাল আত্মসাৎ, ইউপি সদস্য বরখাস্ত

শফিউল ইসলাম তছকিক

দশ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর রাজিউড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম তছকিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ-১ শাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়, ইউপি সদস্য শফিউল ইসলাম তছকিরের বিরুদ্ধে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের প্রস্তাব মোতাবেক ৫৩২ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়া হোসেন রুবেল আজ শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গতকাল (বৃহস্পতিবার) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এসডি/আরআর-০৫