নবীগঞ্জে প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে সাংসদ মিলাদ

নবীগঞ্জ প্রতিনিধি


জুন ০৫, ২০২০
০৫:১২ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০৫:১২ অপরাহ্ন



নবীগঞ্জে প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে সাংসদ মিলাদ

মরণব্যাধিতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মৃত্যুবরণকারী সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ (অর্থ) তহবিলের ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

আজ শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামে গিয়ে তার মায়ের হাতে এই চেক তুলে দেন সংসদ সদস্য মিলাদ গাজী।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, এনটিভি'র প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরীসহ সাংবাদিক সোহেলের পরিবার ও এলাকার লোকজন।

এ প্রসঙ্গে সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, সোহেল সাংবাদিকতা পেশার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিলেন। আমরা সবসময় সাংবাদিক সোহেলের পরিবারের পাশে আছি এবং থাকব।

 

এএম/আরআর-০৬