চুনারুঘাটেও আসতে পারে লকডাউন

চুনারুঘাট সংবাদদাতা


জুন ০৭, ২০২০
১০:৩০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২০
১০:৩০ পূর্বাহ্ন



চুনারুঘাটেও আসতে পারে লকডাউন

হবিগঞ্জ চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে লকডাউনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শনিবার (৬ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় হয়। 

সভায় (কোভিড-১৯) করোনা পরিস্থিতি ও বন্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সভায় ইউএনও চুনারুঘাটের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এ পরিস্থিতিতে লকডাউনের বিষয় নিয়ে সাংবাদিকদের মতামত গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহসভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি নুর উদ্দিন সুমন ও শংকর শীল প্রমুখ।

জেএ/বিএ-০৪