শায়েস্তাগঞ্জে তিন চোর আটক

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা


জুন ০৯, ২০২০
০৩:২৫ অপরাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
০৫:৩২ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে তিন চোর আটক

শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে চুরি করতে গিয়ে তিন চোর ধরা পড়েছে। জানা যায়, গত রবিবার (৭ জুন) রাতে সুরাবই মীরবাড়ির আক্কাছ মিয়ার বাড়িতে চুরি হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) ভোরে লাদিয়া গ্রাম থেকে তিন চোর হাতেনাতে ধরা পড়ে। পরে শায়েস্তাগঞ্জ থানাকে খবর দিলে তারা চুরকে আটক করে। 

আটককৃত তিন চোর হবিগঞ্জ সদর উপজেলার ধধুলিয়ারচর গ্রামের আছকির মিয়ার ছেলে নয়ন (২২) ও উচাইল গ্রামের লিলু মিয়ার ছেলে শফিকুল (২৫) ও একই গ্রামের আজদু মিয়ার ছেলে নিজাম মিয়া। 

শায়েস্তাগঞাজ থানার ওসি মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন চোরকে আটক করেছি, তাদের বিরুদ্ধে আইননাগুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএ-১৫