লাখাই সংবাদদাতা
জুন ১১, ২০২০
০৩:২৮ অপরাহ্ন
আপডেট : জুন ১১, ২০২০
০৩:২৮ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাইয়ে ২৩৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে লাখাই উপজেলা মিলনায়তনে প্রত্যেকের হাতে নগদ অর্থ সহায়তার ৫ হাজার টাকা করে তুলে দেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ এডভোকেট মো. আবু জাহির।
এ সময় লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, লাখাই উপজেলার চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার প্রমুখ।
এসসি/আরআর-০৭